Sunday, December 16, 2018

Liked on YouTube: নির্বাচন নিয়ে গর্জে উঠলো জাতিসংঘ!!নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র!! ভিডিওতে বিস্তারিত

নির্বাচন নিয়ে গর্জে উঠলো জাতিসংঘ!!নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র!! ভিডিওতে বিস্তারিত
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গর্জে উঠলো জাতিসংঘ!!নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র!!দেখুন ভিডিওতে বিস্তারিত জাতিসংঘ ও বিদেশি বন্ধুরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। তিনি বলেন, তারা এখানে কোনো অশান্তি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নাগরিকদের উন্নয়নের জন্যই তারা এখানে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে বাংলাদেশের উন্নয়ন আরো ত্বরান্তিত হয় বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। স্টিফেন ডুজারিচ বলেন, আমরা কিছু নীতিতে বিশ্বাস করি। যেখানে কোনো ভয়ডর ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মহাসচিবের মুখপাত্র আবারও জানান, তারা বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তবে নির্বাচনের ওপর তাদের সার্বিক পর্যবেক্ষণ রয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে ডুজারিচ বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় এই নির্বাচনে সহায়তা করবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমেরিকা বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।’ আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।’ ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানান। রবার্ট মিলার আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে সবাই সমান সুযোগ ভোগ করুক। আশা করছি, নির্বাচন কমিশন এটা নিশ্চিত করবে। বাংলাদেশে গণতন্ত্র মজবুত হোক, এটাই চায় আমেরিকা।’ ‘আমি তিন বছরের অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছি। এরই মধ্যে আমি এ দেশটাকে নিজের দেশ বলেই মনে করি। আমরা চাই, নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষ শাম্ত থাকুক,’ যোগ করেন মিলার। বিস্তারিত ভিডিওতে দেখুনঃhttps://youtu.be/J83lAhPNBYM আরও দেখুনঃ খালেদা এবং জিয়ার বিয়ের অজানা রোমান্টিক কাহিনী-দেখলে অবাক হবেন https://youtu.be/MAgcLuRzdwQ যে ৫টি কারনে নির্বাচনে চমক দিতে পারে বিএনপি!!দেখুন আ.লীগের ভয়ের ৫টি কারন কি কি?? https://youtu.be/cGSYyPrdzDI তাজা খবরঃ তফসিল ঘোষনার পর কার নির্বাচনী ক্ষমতা বেশী??রাষ্ট্রপতি নাকি নির্বাচন কমিশনারের??দেখুন https://youtu.be/s-pnNnSptyU হাসিনার হেট্রিক বনাম নির্বাচনে বিএনপির বিজয়!! কোন পথে এগোচ্ছে বিএনপির ভবিষ্যৎ!!দেখুন বিস্তারিত https://youtu.be/IXArrBlMqx0 সবার আগে সব খবর পেতে আমাদের চ্যনেলটিতে সাবস্ক্রাইব করুনঃ http://bit.do/d8N83 #BD_election #election_news #Bangla_news

via YouTube https://youtu.be/J83lAhPNBYM

No comments:

Post a Comment