Saturday, August 5, 2017

Liked on YouTube: আহসান হাবীব পেয়ারকে নিয়ে মিথ্যাচার এবং মিথ্যা মামলার ষড়যন্ত্রকারী লিটন গাজীর মুখোশ উন্মোচন।

আহসান হাবীব পেয়ারকে নিয়ে মিথ্যাচার এবং মিথ্যা মামলার ষড়যন্ত্রকারী লিটন গাজীর মুখোশ উন্মোচন।
ভন্ড লিটন গাজীর ভন্ডামী শুরু হয়ে গিয়েছে আবার। তাই সে মেয়ে ভাড়া করে ভিডিও তৈরী করে ফেসবুকে আপলোড করছে আর মিথ্যাচার করছে। আমি চাই পুলিশ বা মিডিয়া সত্যিটা বলবে। অথচ লিটন গাজীর পেইজ থেকে মানুষকে আহসান হাবীবের নামে মিথ্যাচার করছে। আমি চাই মিডিয়া ও পুলিশ সব কিছু খোলামেলা ভাবে উপস্থাপন করবেন। সবাই আমার চ্যানেলটিকে সবস্ক্রাইব করে নিবেন।

via YouTube https://youtu.be/IvaAjRlLBW8

No comments:

Post a Comment